Sunday, December 27, 2015
Thursday, February 19, 2015
Tuesday, February 17, 2015
আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ২০১৫
৩০ তম 'আন্তর্জাতিক
ইসলামী মহাসম্মেলন' *
'ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশে'র তত্ত্বাবধানে আজ ও আগামীকাল অর্থাৎ ৫, ৬ ফেব্রুয়ারি ২০১৫ রোজ
'বৃহস্পতি ও জুমাবার'
'জমিয়তুল ফালাহ ময়দান চট্টগ্রামে' শুরু হচ্ছে আকাবেরদের স্মৃতিবিজড়িত ৩০ তম 'আন্তর্জাতিক
ইসলামী মহাসম্মেলন' ।
*আমন্ত্রিত মেহমানবৃন্দ:
¤ 'আযহারুল হিন্দ' দারুল উলুম দেওবন্দের সম্মানীত মুহতামিম আল্লামা মুফতী আবুল কাসেম নুমানী দা.বা. ।
¤ 'আওলাদে রাসূল' সা.
আল্লামা সৈয়্যদ আরশাদ মাদানী,
সদর, জমিয়তে উলামায়ে হিন্দ,
সিনিয়র মুহাদ্দিস দারুল উলুম
দেওবন্দ ।
¤ খতীবে ইসলাম, আওলাদে রাসূল সা. আল্লামা সৈয়্যদ শাহ আব্দুল মজীদ নদীম, পাকিস্তান।
¤ আওলাদে রাসূল সা.আল্লামা সৈয়্যদ মাহমুদ মাদানী,
নাযেম, জমিয়তে উলামায়ে হিন্দ ।
প্রিয় দ্বীনি ভাই! আপনি জানেন কি ?
¤ বাংলাদেশে 'আন্তর্জাতিক
ইসলামী মহাসম্মেলনে'র সূচনা হয় '১৯৮৬' সালে ।
¤ ঐ সালের '১৮-১৯' ডিসেম্বর
সর্বপ্রথম এই সম্মেলন অনুষ্ঠিত
হয় চট্টগ্রাম 'সার্কিট হাউস
ময়দানে'।
¤ এই সম্মেলনের স্বপ্নদ্রষ্টা ও
পৃষ্ঠপোষক ছিলেন ফেদায়ে মিল্লাত আল্লামা সৈয়্যদ আসআদ মাদানী রহ.।
¤ এই সম্মেলনের প্রাণপুরুষ
এবং প্রথম সভাপতি ছিলেন
জামেয়া ইসলামিয়া পটিয়ার সফল মুহতামিম শায়খুল আরব ওয়াল আজম আলহাজ্ব মাওলানা ইউনুছ রহ.।
¤বর্তমান সভাপতি :
'ফকীহুল মিল্লাত'
আল্লামা 'মুফতী আবদুর রহমান' দা.বা.।
মুহতামিম: ইসলামিক রিসার্চ
সেন্টার , বসুন্ধরা।
¤সহ-সভাপতি:
'উস্তাযুল উলামা' শায়খ
আল্লামা সুলতান যাওক নদভী দা. বা.।
মুদীর: জামেয়া দারুল
মা' আরিফ আল-ইসলামিয়া,
চট্রগ্রাম।
¤সেক্রেটারী জেনারেল:
'মুফাক্কিরে ইসলাম'
আল্লামা মুফতী আবদুল হালীম
বোখারী দা. বা.।
মুহতামিম: জামিয়া ইসলামিয়া পটিয়া।
* দ্ধীনি ভাই!
আত্মাকে শাণিত করার এটাই
উপযুক্ত সময় । আসতে ভুলবেন না কিন্তু এই মোবারক সম্মেলনে।
* হে আল্লাহ ! হে পরাক্রমশালী!
দেশের এই অরাজক
পরিস্থিতিতে তুমি 'আন্তর্জাতিক
ইসলামী মহাসম্মেলন'কে সর্বতোভাবে সাফল্যমণ্ডিত
করো এবং সর্বপ্রকারের
অনিষ্টতা থেকে রক্ষা করো ।
আমীন ! ইয়া রাব্বাল আলামীন!
Tuesday, February 10, 2015
মাহফিল
আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশ-এর উদ্যেগে
আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন
আগামী ১২,১৩ ফেব্রুয়ারী ২০১৫ ইং বৃহস্পতি ও শুক্রবার, বেলা ২টা
জহুরুল ইলসলাম সিটি, আফতাবনগর , বাড্ডা, ঢাকা।
প্রধান মেহমান:-
আল্লামা মুফতী আবুল কাসেম নোমানী সাহেব, মুহতামীম, দারুল উলূম দেওবন্দ, ভারত।
আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশ।
আল্লামা মুফতী দিলাওয়ার হুসাইন, মুহতামীম, আকবর কমপ্লেক্স, মিরপুর, ঢাকা।
আল্লামা মুফতী মনসূরুল হক, শায়খুল হাদীস জামিয়াতুল আবরার, মুহাম্মাদপুর, ঢাকা।
আল্লামা মুফতী ইমাদুদ্দীন, মুহাদ্দিস, জামিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ, ঢাকা।
আল্লামা মুফতী মুহিব্বুল্লাহ কাসেমী, মুহতামীম, জামিয়া মাহমুদিয়া মাহমুদনগর, ঢাকা।
আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন
আগামী ১২,১৩ ফেব্রুয়ারী ২০১৫ ইং বৃহস্পতি ও শুক্রবার, বেলা ২টা
জহুরুল ইলসলাম সিটি, আফতাবনগর , বাড্ডা, ঢাকা।
প্রধান মেহমান:-
আল্লামা মুফতী আবুল কাসেম নোমানী সাহেব, মুহতামীম, দারুল উলূম দেওবন্দ, ভারত।
যারা বয়ান পেশ করবেন:
১ম দিন:
আল্লামা মাহমুদুল হাসান, মুহতামীম, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ী, ঢাকা।আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশ।
আল্লামা মুফতী দিলাওয়ার হুসাইন, মুহতামীম, আকবর কমপ্লেক্স, মিরপুর, ঢাকা।
আল্লামা মুফতী মনসূরুল হক, শায়খুল হাদীস জামিয়াতুল আবরার, মুহাম্মাদপুর, ঢাকা।
আল্লামা মুফতী ইমাদুদ্দীন, মুহাদ্দিস, জামিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ, ঢাকা।
আল্লামা মুফতী মুহিব্বুল্লাহ কাসেমী, মুহতামীম, জামিয়া মাহমুদিয়া মাহমুদনগর, ঢাকা।
২য় দিন:
আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, মুহতামীম, জামিয়া ইমদাদিয়া, কিশোরগঞ্জ।
আল্লামা মুফতী সৈয়দ মো: ফয়জুল করীম, নায়েবে আমীরুল মুজাহিদীন, পীরে কামেল চরমোনাই।
আল্লামা মুফতী মীযানুর রহমান সাঈদ, সেক্রেটারী , আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ, বাংলাদেশ।
আল্লামা জাফর আহমদ, মুহতামীম, ঢালকানগর মাদ্রাসা, ঢাকা।
মাওলানা মাহফুজুল হক, মুহতামীম, জামিয়া রাহমানিয়া আরাবিয়া,ঢাকা।
মাওলানা আবুল বাশার নোমানী, মুহতামীম, জামিউল উলূম, মিরপুর-১৪, ঢাকা।
আরো অনেক উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন, ইনশাআল্লাহ।
Friday, February 6, 2015
Monday, February 2, 2015
সমাজকল্যাণ মন্ত্রী ও অর্থমন্ত্রীকে বহিষ্কার করতে হবে : আল্লামা শফী
সমাজকল্যাণ মন্ত্রী ও অর্থমন্ত্রীকে বহিষ্কার করতে হবে : আল্লামা শফী (২/২/১৫) -নয়া দিগন্ত
Saturday, January 31, 2015
বর্তমানে মুসলমানের বিশ্বে মুসলমানের সংখ্যা ১৩০ কোটি। কিন্তু তারপরেও....
বর্তমানে পৃথিবীতে মুসলমানের সংখ্যা সবচাইতে বেশী। কিন্তু তারপরেও মুসলমান আজ সবদেশে খুবই নাজুক অবস্থায় বসবাস করছে। এর সবচাইতে বড় কারণ হচ্ছে মুসলমান আজ দ্বীন ইসলাম থেকে অর্থাৎ দ্বীনি ইলম থেকে সরে গেছে। যার ফলে বিশ্বে আজ মুসলমান খুবই নাজুক পরিস্থিতির স্বাক্ষর। আজ দ্বীনি ইলম থেকে সরে যাওয়ার কারণে মুসলমানের মধ্যে আজ খুন, সন্ত্রাসী, অশ্লীলতা, বেহায়াপনা, নেশা অর্থাৎ এককথায় তারা আজ কাফেরদেরকে প্রায় সবক্ষেত্রেই অনুসরণ করতেছে। তাদের লেবাছ/ পোশাক, খাওয়া-দাওয়া, চলাফেরায় সবক্ষেত্রেই এমনভাবে শুরু করতে শুরু করেছে যে তাদের যেন কোনো ইতিহাস নেই, তাদের যেন কিতাব নেই, তাদের যেন কোনো দ্বীনি অভিভাবক নেই।
অথচ মুসলমানের সব রয়েছে। তারা তো এমন নবীর উম্মত যে উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। কারণ ইসলামই একমাত্র আল্লাহ্ তায়ালার মনোনিত ধর্ম।
তারা তো এমন নবীর উম্মত যে নবীর চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র।
পৃথিবীতে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো এমন চরিত্র আর কারও নেই। এবং কোনোদিন হবেও না।
ইসলাম তো এমন এক ধর্ম যে ধর্ম ছাড়া আল্লাহ জাল্লা শানুহু অন্য কোনো ধর্ম/ অন্য কোনো তরীকা গ্রহণ করবে না।
দুনিয়া বড় ধোঁকার জায়গা। কেউ এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না। যেমন নাকি ইতোপূর্বে যত টাকা-পয়সায় বড়, বাড়ী-গাড়ীওয়ালা, অঢেল সম্পত্তির অধিকারী, যত বড় নেতাই হোক না কেন কেউই দুনিয়াতে থাকতে পারে নাই তেমনি কিয়ামত পর্যন্ত যত মানুষই আসুক না কেন যত বাড়ীওয়ালা, যত গাড়ীওয়ালা, যত দুনিয়াবী শিক্ষিত হোক না কেন কারো স্থান দুনিয়াতে হবে না, সবাইকে মাটির ঘরে চিরদিন চলে যেতে হবে। মানুষ জাতি সব মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু দুনিয়ার সকল মানুষ মিলেও একটি পিঁপড়া বানাতে পারে না। তাহলে সে মানুষ কিভাবে এতো অহংকার করে।
Thursday, January 29, 2015
Subscribe to:
Posts (Atom)