Tuesday, February 10, 2015

মাহফিল

আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশ-এর উদ্যেগে
আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন
আগামী ১২,১৩ ফেব্রুয়ারী ২০১৫ ইং বৃহস্পতি ও শুক্রবার, বেলা ২টা
জহুরুল ইলসলাম সিটি, আফতাবনগর , বাড্ডা, ঢাকা।
প্রধান মেহমান:-
আল্লামা মুফতী আবুল কাসেম নোমানী সাহেব, মুহতামীম, দারুল উলূম দেওবন্দ, ভারত।
যারা বয়ান পেশ করবেন: 

১ম দিন: 

আল্লামা মাহমুদুল হাসান, মুহতামীম, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ী, ঢাকা।
আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশ।
আল্লামা মুফতী দিলাওয়ার হুসাইন, মুহতামীম, আকবর কমপ্লেক্স, মিরপুর, ঢাকা।
আল্লামা মুফতী মনসূরুল হক, শায়খুল হাদীস জামিয়াতুল আবরার, মুহাম্মাদপুর, ঢাকা।
আল্লামা মুফতী ইমাদুদ্দীন, মুহাদ্দিস, জামিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ, ঢাকা।
আল্লামা মুফতী মুহিব্বুল্লাহ কাসেমী, মুহতামীম, জামিয়া মাহমুদিয়া মাহমুদনগর, ঢাকা।

২য় দিন: 

আল্লামা  আযহার আলী আনোয়ার শাহ, মুহতামীম, জামিয়া ইমদাদিয়া, কিশোরগঞ্জ। 
আল্লামা মুফতী সৈয়দ মো: ফয়জুল করীম, নায়েবে আমীরুল মুজাহিদীন, পীরে কামেল চরমোনাই। 
আল্লামা মুফতী মীযানুর রহমান সাঈদ, সেক্রেটারী , আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ, বাংলাদেশ। 
আল্লামা জাফর আহমদ, মুহতামীম, ঢালকানগর মাদ্রাসা, ঢাকা। 
মাওলানা মাহফুজুল হক, মুহতামীম,  জামিয়া রাহমানিয়া আরাবিয়া,ঢাকা। 
মাওলানা আবুল বাশার নোমানী, মুহতামীম, জামিউল উলূম, মিরপুর-১৪, ঢাকা। 
আরো অনেক উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন, ইনশাআল্লাহ।

 

 

No comments:

Post a Comment