Tuesday, February 17, 2015
আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ২০১৫
'বৃহস্পতি ও জুমাবার'
'জমিয়তুল ফালাহ ময়দান চট্টগ্রামে' শুরু হচ্ছে আকাবেরদের স্মৃতিবিজড়িত ৩০ তম 'আন্তর্জাতিক
*আমন্ত্রিত মেহমানবৃন্দ:
¤ 'আযহারুল হিন্দ' দারুল উলুম দেওবন্দের সম্মানীত মুহতামিম আল্লামা মুফতী আবুল কাসেম নুমানী দা.বা. ।
¤ 'আওলাদে রাসূল' সা.
আল্লামা সৈয়্যদ আরশাদ মাদানী,
সদর, জমিয়তে উলামায়ে হিন্দ,
সিনিয়র মুহাদ্দিস দারুল উলুম
দেওবন্দ ।
¤ খতীবে ইসলাম, আওলাদে রাসূল সা. আল্লামা সৈয়্যদ শাহ আব্দুল মজীদ নদীম, পাকিস্তান।
¤ আওলাদে রাসূল সা.আল্লামা সৈয়্যদ মাহমুদ মাদানী,
নাযেম, জমিয়তে উলামায়ে হিন্দ ।
প্রিয় দ্বীনি ভাই! আপনি জানেন কি ?
¤ বাংলাদেশে 'আন্তর্জাতিক
ইসলামী মহাসম্মেলনে'র সূচনা হয় '১৯৮৬' সালে ।
¤ ঐ সালের '১৮-১৯' ডিসেম্বর
সর্বপ্রথম এই সম্মেলন অনুষ্ঠিত
হয় চট্টগ্রাম 'সার্কিট হাউস
ময়দানে'।
¤ এই সম্মেলনের স্বপ্নদ্রষ্টা ও
পৃষ্ঠপোষক ছিলেন ফেদায়ে মিল্লাত আল্লামা সৈয়্যদ আসআদ মাদানী রহ.।
¤ এই সম্মেলনের প্রাণপুরুষ
এবং প্রথম সভাপতি ছিলেন
¤বর্তমান সভাপতি :
'ফকীহুল মিল্লাত'
আল্লামা 'মুফতী আবদুর রহমান' দা.বা.।
মুহতামিম: ইসলামিক রিসার্চ
সেন্টার , বসুন্ধরা।
¤সহ-সভাপতি:
'উস্তাযুল উলামা' শায়খ
আল্লামা সুলতান যাওক নদভী দা. বা.।
মুদীর: জামেয়া দারুল
মা' আরিফ আল-ইসলামিয়া,
¤সেক্রেটারী জেনারেল:
'মুফাক্কিরে ইসলাম'
আল্লামা মুফতী আবদুল হালীম
বোখারী দা. বা.।
মুহতামিম: জামিয়া ইসলামিয়া পটিয়া।
* দ্ধীনি ভাই!
আত্মাকে শাণিত করার এটাই
উপযুক্ত সময় । আসতে ভুলবেন না কিন্তু এই মোবারক সম্মেলনে।
* হে আল্লাহ ! হে পরাক্রমশালী!
দেশের এই অরাজক
পরিস্থিতিতে তুমি 'আন্তর্জাতিক
ইসলামী মহাসম্মেলন'কে সর্বতোভাবে সাফল্যমণ্ডিত
করো এবং সর্বপ্রকারের
অনিষ্টতা থেকে রক্ষা করো ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment