বর্তমানে পৃথিবীতে মুসলমানের সংখ্যা সবচাইতে বেশী। কিন্তু তারপরেও মুসলমান আজ সবদেশে খুবই নাজুক অবস্থায় বসবাস করছে। এর সবচাইতে বড় কারণ হচ্ছে মুসলমান আজ দ্বীন ইসলাম থেকে অর্থাৎ দ্বীনি ইলম থেকে সরে গেছে। যার ফলে বিশ্বে আজ মুসলমান খুবই নাজুক পরিস্থিতির স্বাক্ষর। আজ দ্বীনি ইলম থেকে সরে যাওয়ার কারণে মুসলমানের মধ্যে আজ খুন, সন্ত্রাসী, অশ্লীলতা, বেহায়াপনা, নেশা অর্থাৎ এককথায় তারা আজ কাফেরদেরকে প্রায় সবক্ষেত্রেই অনুসরণ করতেছে। তাদের লেবাছ/ পোশাক, খাওয়া-দাওয়া, চলাফেরায় সবক্ষেত্রেই এমনভাবে শুরু করতে শুরু করেছে যে তাদের যেন কোনো ইতিহাস নেই, তাদের যেন কিতাব নেই, তাদের যেন কোনো দ্বীনি অভিভাবক নেই।
অথচ মুসলমানের সব রয়েছে। তারা তো এমন নবীর উম্মত যে উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। কারণ ইসলামই একমাত্র আল্লাহ্ তায়ালার মনোনিত ধর্ম।
তারা তো এমন নবীর উম্মত যে নবীর চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র।
পৃথিবীতে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো এমন চরিত্র আর কারও নেই। এবং কোনোদিন হবেও না।
ইসলাম তো এমন এক ধর্ম যে ধর্ম ছাড়া আল্লাহ জাল্লা শানুহু অন্য কোনো ধর্ম/ অন্য কোনো তরীকা গ্রহণ করবে না।
দুনিয়া বড় ধোঁকার জায়গা। কেউ এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না। যেমন নাকি ইতোপূর্বে যত টাকা-পয়সায় বড়, বাড়ী-গাড়ীওয়ালা, অঢেল সম্পত্তির অধিকারী, যত বড় নেতাই হোক না কেন কেউই দুনিয়াতে থাকতে পারে নাই তেমনি কিয়ামত পর্যন্ত যত মানুষই আসুক না কেন যত বাড়ীওয়ালা, যত গাড়ীওয়ালা, যত দুনিয়াবী শিক্ষিত হোক না কেন কারো স্থান দুনিয়াতে হবে না, সবাইকে মাটির ঘরে চিরদিন চলে যেতে হবে। মানুষ জাতি সব মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু দুনিয়ার সকল মানুষ মিলেও একটি পিঁপড়া বানাতে পারে না। তাহলে সে মানুষ কিভাবে এতো অহংকার করে।
No comments:
Post a Comment